সাভারে বুরো বাংলাদেশের আয়োজনে আঞ্চলিক ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত
																																		আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ
সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাজ উন্নয়ন মূলক সংগঠন বুরো বাংলাদেশের আয়োজনে দেশ ব্যাপী আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীতা শুরু হয়ছে। গতকাল শনিবার প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় আলহাজ¦ জাফর বেপারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগীতায় সাভার,ঢাকা উত্তর ,গাজীপুর,মানিকগঞ্জ ও গাজী উত্তর অঞ্চলের টিমসমুহ অংশ গ্রহন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা উত্তর বিভাগের বিভাগীয় ব্যবস্থপক মুস্তাফিজুর রহমান রাহাত। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিজানুর রহমান,ঢাকা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম,গাজীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জিয়াউল সিদ্দিকী,গাজীপুর উত্তর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম চৌধুরী,মানিকগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল মজিদ মিয়া।
উদ্বোধনী খেলায় সাভার অঞ্চল ২-০ গোলে মানিকগঞ্জ অঞ্চলকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন শামসুল ইসলাম।
                                    
        
                        



                        
                            
