সারাদেশ

“প্রেসক্লাব সাটুরিয়া” এর নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় “প্রেসক্লাব সাটুরিয়া” নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গণ কল্যাণ ট্রাষ্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সাটুরিয়ার সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাটুরিয়া প্রধান উপদেষ্টা, মানিকগঞ্জ জজ কোটের পিপি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এফ এম নুরতাজ আলম বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজ কোটের জিপি এ্যাড: আব্দুল আওয়াল হোসেন  খান, প্রেসক্লাব সাটুরিয়ার উপদেষ্টা এ্যাড: শফিকুল ইসলাম, ও সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম প্রেসক্লাব সাটুরিয়ার সিনিয়র সহ-সভাপতি শিকদার শামীম আল মামুন, সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র ষ্টাফ রিপোর্টার ইউনুছ আলী, বিটিভি প্রোগ্রামার আবুল কালাম আজাদ, প্রথম ভোরের নির্বাহী সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব ও উপজেলা যুবদলের আহবায়ক, আমীর হামজা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রেসক্লাব সাটুরিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য
বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে করতে হবে। সমাজ ও রাষ্ট্রের পক্ষে কাজ করতে হবে। নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,