সারাদেশ

কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে জায়গা থেকে মাটি উত্তোলন সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কমলগঞ্জ থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এম এ ওয়াহিদ রুলু নামে এক সাংবাদিক।
অভিযোগকারী এম এ ওয়াহিদ রুলু কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের মৃত মো. আব্দুর নূর চৌধুরীর ছেলে। তিনি কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক পদে দায়িত্বরত আছেন। হুমকিদাতা মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের হায়দর মিয়ার ছেলে আবুস সামাদ (৩০)। সে বর্তমানে ই্উনাইটেড আরব আমিরাত ( দুবাই ) অবস্থান করছে। তবে তার ফেইসবুক আইডির নাম আব্দুস সামাদ মাহির-https://www.facebook.com/profile.php?id=100068395219057&sk=friends
সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্য থেকে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত ৬টা ১৫মিনিটের সময় ভিন্ন ভিন্ন সময় অজ্ঞাতনামা কে বা কাহারা Abdus Samad Mahi নামে (ফেইসবুক)-আইডি তৈরী করিয়া আমিও আমার সহকর্মীর স্থিরচিত্র পোষ্ট করিয়া আমাকে কটূক্তি করে অশ্লীল ভাষায় লেখালেখি করে সামাজিক যোগাযোগ (ফেইসবুক)-এর মাধ্যমে স্ট্যাটাস প্রদান করে আসছে। যাহার কারণে আমিও আমার সহকর্মীরা সামাজিক ভাবে চলাফেরাতে হেয় প্রতিপন্ন সহ বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হয়ে আসছি। আমি Abdus Samad Mahir নামে (ফেইসবুক) আইডি থেকে পোষ্ট করা স্ট্যাটাস এর স্ক্রীনশর্ট সংগ্রহ করি। বিষয়টি আমি আমার পরিবারের সদস্যগনসহ আমার নিকটাত্মীয় স্বজনদের অবগত করিলে তারা আমাকে থানায় এসে সাধারন ডায়রী করার পরামর্শ দেন।
সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু বলেন, ‘থানায় সাধারণ ডায়রির পর জানতে পারলাম, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দাতা আমার একই উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের হায়দর মিয়ার ছেলে আব্দুস সামাদ। সে বর্তমানে ই্উনাইটেড আরব আমিরাত ( দুবাই ) অবস্থান করছে।
তিনি আরও বলেন, কিছু দিন পূর্বে অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন আব্দুস সামাদের বড় ভাই জমসেদ মিয়া। এমন অভিযোগের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি এম সাদিক আল সাফিন এর সাথে আমরা কয়েকজন সংবাদ সংগ্রহে যাই। সেখানে মাটি ভরাট গাড়ি পাই। কিন্তু গাড়ি রেখে পালিয়ে যায় ড্রাইভার। তখন সহকারী কমিশনার ভূমি গাড়ির যন্ত্রা্ংশ জব্দ করেন। এমন একটি সংবাদ আমরা প্রকাশের পর আমাকে আব্দুস সামাদ বিদেশ থেকে আমাকে ফেইসবুকের মাধ্যমে প্রাণ নাশের হুমকি দেয়। সে বিদেশ থেকে এসে আমাকে জবাই করবে। আমি প্রাথমিক ভাবে কমলগঞ্জ থানায় জিডি করি এখন মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ অবস্থায় সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু ও তার পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখোর হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,