সারাদেশ

মানিকগঞ্জে আট ইটভাটায় জরিমানা ষোল লাখ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ৮ টি  ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসিসহ র‌্যাব-৪, জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে তিন লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-৬ কে এক লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-১, মেসার্স আলী আকবর ব্রিকস-২, একই ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মেসার্স সফুর ব্রিকস, মেসার্স রাকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস-১, মেসার্স আওয়াল ব্রিকস-২ কে দুই লাখ করে করে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার বলেন, ‘ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে আটটি ইটভাটাকে মোট ১৬ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,