সারাদেশ

শ্যামনগরে ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদ স্থাপন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে ফসলের ক্ষতিকার ও উপকারী পোকামাকড় পরিস্থিতি নির্ণয়ের লক্ষ্যে একযোগে উপজেলার ১২টি ইউনিয়নের বোরো ধানের মাঠে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি )সন্ধ্যা ৭টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মুন্সিগঞ্জ উত্তর কদমতলা গ্রামে বোরো ধানের ক্ষেতে আলোর ফাঁদ স্থাপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী আরিফুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, মাসুম বিল্লাহ, মাহাতাপ উদ্দিনসহ এলাকার কৃষকগণ।

কৃষকদের সচেতনতা লক্ষ্যে উপজেলা কৃষি অফিসার বলেন, বৃষ্টিপাতের কারণে কিছু ক্ষতিকারক পোকামাকড় লক্ষ্য করা যাচ্ছে। আলোর ফাঁদ ব্যবহার করা হলে যে ক্ষতিকার পোকামাকড় আছে সেগুলি কিছুটা ধ্বংস হবে। এছাড়া তিনি ফসলের মাঠে গাছের ডাল স্থাপন করার কথা বলেন যাতে পাখি বসে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলতে পারে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,