সারাদেশ

লোহাগাড়ায় ৫০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

বেলাল উদ্দিন লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ পরিবহনকাজে ব্যবহৃত অজ্ঞাত একটি পিকআপ গাড়ি আটক করেছে থানা পুলিশ।
২৯ জানুয়ারি বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় এসআই শরিফুল ইসলাম(পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমূখী একটা পিকআপ গাড়ি ভোর বেলায় উপজেলার চুনতি হাজিরাস্তার মাথায় পৌঁছলে পুলিশ গতিরোধ করার চেষ্টাকালে গাড়ি থেকে নেমে ড্রাইভারসহ ২ জন আসামি পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৫০টি ফোটলা থেকে মোট ৫০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেন এবং পিকআপ গাড়ীটিও জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং