ফেনীর ফুলগাজীতে বন্ধুর বন্ধনের শীতবস্ত্র বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে বন্ধুর বন্ধন ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে এলাকার হতদরিদ্র,অসহায়,শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।১৯ শে জানুয়ারি রবিবার সকালে সামি কনভেনশন হলে ২শ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন ফেনীর ফুলগাজী উপজেলা শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন চৌধুরী,ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম,সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম শামীম,সদস্য আমিনুল ইসলাম ও মোজাম্মেল হক স্বপন।বন্ধুর বন্ধন ফেনী জেলার ৬ উপজেলায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।ফেনীর মানুষের বিপদে আপদে সুখে দূঃখে সব সময় পাশে থাকার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুর বন্ধন ফেনী জেলার সদস্যরা।