সারাদেশ

ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে চালক নিহত আহত ৩

পলাশ (নরসিংদী) প্রতিনিধি ঃ
নরসিংদীর ঘোড়াশালে মাইক্রোবাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাছেদ মিয়া নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সিএনজির তিন যাত্রী। আজ রোববার সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ঘোড়াশাল বাইপাস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ মিয়া দক্ষিণ শিলমান্দি এলাকার সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল, এসময় সিএনজিটি ঘোড়াশাল বাইপাস সড়কের পাশে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  সিএনজির তিন যাত্রীসহ গুরুত্বর আহত হয় সিএনজি চালক। পরে সিএনজি চালককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যায় সিএনজি চালক বাছেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং