সারাদেশ

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী‌ গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি:
সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দি‌কে সদর থানার সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ী মার্কেটের সামনে সিরাজগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক একটি পিকআপ গাড়ীতে তল্লাশী করে ৭ কেজি গাঁজা সহ ৪ জনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নাগেশ্বরী জেলার ধনিঘাগলা গ্রা‌মের মো. মজিবর রহমানের ছে‌লে মো. লতিফ (৫৫), নওশাদ আলীর ছে‌লে মো. আব্দুল্লাহ, কুড়িগ্রাম জেলার অনন্তপুর গ্রা‌মের মো. সলিম উদ্দিনের ছে‌লে মো. শফিকুল ইসলাম (৩২), মৃত খয়বর আলীর ছে‌লে, মোঃ নুর ইসলাম (৪২)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন তথ্যটি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,