সারাদেশ

ফেনীর সোনাগাজীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অফিস সহকারি বরখাস্ত,থানায় মামলা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীর আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অফিস সহকারি নুরনবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে হয়েছে।বুধবার দুপুরে তাকে সাময়িক বরখাস্ত করেন প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।একই সময় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে বরখাস্তকৃত অফিস সহকারির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।তবে অভিযুক্ত নুরনবী আত্মগোপনে রয়েছেন। পুলিশ,শিক্ষার্থী ও অভিভবকরা জানান,মতিগঞ্জ আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি নুরনবীর বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি প্রধান শিক্ষকের কাছে এক ভুক্তভোগী ছাত্রী যৌননিপিড়নের অভিযোগ করেন।প্রধান শিক্ষক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু তার বিরুদ্ধে মামলা না করায় বিক্ষুব্ধ শিক্ষার্খীরা বুধবার ২২ জানুয়ারি সকাল ১১টার দিকে সোনাগাজী ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মতিগঞ্জে বিক্ষোভ মিছিল করেন।এই সময় শুধু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নয় ফৌজদারি অপরাধের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এবং ওসি বায়েজিদ আকন ঘটনাস্থলে গিয়ে ফৌজদারি অপরাধে মামলার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন।উল্লেখ্য ২০২২ সালে অপর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় জেলও খাটেন ওই অফিস সহকারি নুরনবী বিরুদ্ধে।সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযুক্ত নুরনবীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং