সারাদেশ

বোরহানউদ্দিনে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রিয়াজ ফরাজি
বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুউদ্দিন বাজার  হাওলাদার বাড়ীর মাঠে, হাকিমুউদ্দিন বাজার বিএনপির উদ্যোগে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫) হাকিমুউদ্দিন বাজার হাওলাদার বাড়ীর মাঠ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে টবগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়া নাইট ক্রিকেট  টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।
আরও উপস্থিত ছিলেন – পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রাফেজ হাওলাদার, মাসুম সেজওয়াল, মিঠু হান্নান, সাবেক টবগী ইউনিয়ন যুবদল নেতা সোহেল হাওলাদার,  টবগী ৪ নং ওয়ার্ডের মেম্বার পারভেজ হাওলাদার, হাসান নগর ইউনিয়ন যুবদল নেতা মন্নান শিকদার, টবগী ইউনিয়ন বিএনপির নেতা মো. হান্নান, সাবেক ছাত্রদল নেতা আশরাফুল আলম সবুজ, ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল,সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন পঞ্চায়েত, পৌর ছাত্রদল মনোয়ার হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাওন, মো. ইব্রাহীম  সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন-শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে যারা এতো পরিশ্রম করে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সকল ধরনের অপকর্মে থেকে বিরত রাখে, তার সব সময় যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে এতে সমাজের মধ্যে অপকর্ম দূর হবে। এর পাশাপাশি বিএনপির ৩১ দফা মানুষের ধারে ধারে গিয়ে বলতে হবে এবং বুজাতে হবে। মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সবসময় সোচ্চার থাকবে।
পরে প্রধান অতিথি সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উপদেষ্টা মন্ডলীরা হলেন- মো. কাজল হাওলাদার (সাধারণ সম্পাদক টবগী ইউনিয়ন বিএনপি) কামাল উদ্দিন হাওলাদার(সাবেক চেয়ারম্যান টবগী ইউনিয়ন) সৈয়দ মোশাররফ হোসেন (পুলিশ পরিদর্শক মির্জাকালু -নৌ পুলিশ ফাঁড়ি) মো. নজরুল ইসলাম ( সাধারণ সম্পাদক হাসান নগর ইউনিয়ন বিএনপি) মো. শাখাওয়াত হোসাইন ( সভাপতি দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন) এছাড়াও টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় রয়েছেন, সজীব হাওলাদার,রিয়াদ সর্দার, মমিন সর্দার সহ আরও অনেকেই।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং