ফেনীর ছাগলনাইয়া কলেজ রোড ব্যবসায়ি সমিতির আনন্দ ভ্রমণ সম্পন্ন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ফেনীর ছাগলনাইয়া সিএনজি শোরুম মালিক সমিতি ও কলেজ রোড ব্যবসায়ী সমিতির আনন্দ ভ্রমণ।বৃহস্পতিবার (১৬ জানুয়ারী)দিবাগত রাতে বাস,প্রাইভেটকার,মাইক্রোবাস এর বিশাল বহর নিয়ে ৩ শতাধিক ব্যবসায়ী ছাগলনাইয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আনন্দ উৎসব মিলনমেলায় পরিণত হয়।দিনব্যাপী আয়োজনে সকলে আনন্দে মেতে উঠেন।কর্মব্যস্ততার মাঝে একটু বিনোদন খুঁজতে মূলত এই আয়োজন।রাতে দ্য প্রিন্সেস হোটেলে আলোচনা সভা,র্যাফল ড্র ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আয়োজক কমিটি।কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী শহীদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার।বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন,গ্রীণ বাংলা প্রপার্টিজ লি:এর ম্যানেজিং ডিরেক্টর মো:ইসমাইল হোসেন,ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ নাদিম উদ্দিন,কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী ফয়েজ আহাম্মদ মিয়াজী,সহ-সভাপতি আবু তাহের বাবুল, হোসেন সুপার মার্কেটের সভাপতি বিনি আমিন মজুমদার ও কলেজ রোড় ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সেলিম মিয়াজী প্রমূখ।