সারাদেশ

নাসিরনগর উপজেলা সদরে দিনে-দুপুরে ফ্ল্যাটে চুরি

মো:তাকিউল ইসলাম, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে দিনে-দুপুরে একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।চুররা বাসা থেকে নগদ ১১ লাখ টাকা ও আড়াই ভুরি স্বর্ণ চুরি করে মিয়ে যায়। সোমরার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে নাসিরনগর উপজেলা সদরের পল্লী বিদুৎ জোনাল অফিসের উত্তর পাশ্বের বিল্ডিং এর ২য় তলায় ঔষধ ব্যাবসায়ী শেখ ফরহাদ আহামেদের ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে।
বাসার মালিক শেখ ফরহাদ আহমেদ জানান আমি সকালে আমার ঔষধের দোকানে যাই, আমার স্ত্রী সকাল সার নয়টা বাসা তালা দিয়ে আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়।দুপুর ১টায় আমি বসায় ফিরে তালা বাঙা অবস্থায় দরজা দেখতে পাই।ঘরে ঢুকে দেখা যায় প্রতিটি আলমারি ও ওয়ারড্রপের তালা ভাঙা সব মালামাল তছনছ করা হয়েছে।চোরেরা ফ্ল্যাট থেকে নগদ ১১ লাখ টাকা ও আড়াই ভুরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ তদন্ত জামিল আহম্মেদ খান বলেন, লিখিত অভিযোগ পাইনি,তবে চুরির ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং