সারাদেশ

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশ করার সময় শিশুসহ ৮জন আটক

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার ২০ জুলাই দুপুরে নীলফামারী ৫৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। রোববার (১৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই সীমান্ত এলাকার কাজীপাড়া গ্রাম থেকে তাদের আটক করে বড়শশী আউট পোষ্টের (বিওপি) টহলদল।
আটককৃতরা হল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (০৩),  কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্তে এসেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কাজীপাড়া গ্রামের সীমান্ত পিলার ৭৭৭/৬ এস হতে প্রায় ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন শিশু ও দুইজন নারীসহ ৮ জনকে আটক করেন তারা। আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে একাধিক দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে পঞ্চগড়ের বোদা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে শিশু তিনজনকে মুচলেকা নিয়ে তাদের অন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে প্রস্তুত থাকবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং