শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও তারুন্য উৎসব উপলক্ষে পুরোস্কার বিতরন

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ২১.০১.২০২৫ইং।
৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে,মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শীতকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশচন্দ্র পাল,মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ মৃধা,উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির হোসেন,মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েজ উদদীন প্রমুখ।