সান্তাহারে পাম্প মালিকের বিরুদ্ধে মানববন্ধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহারে হা-মীম পেট্রোল পাম্পের মালিকের বিরুদ্ধে মাটি দিয়ে গুরুত্বপূর্ণ কালভার্টের মুখ বন্ধ করার প্রতিবাদে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় পাম্পের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
আজ (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর বাইপাস তিন মাথা মোড়ে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে হা-মীম পেট্রোল পাম্পের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসীর আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক নিজামুল আলম বৃত্তির সভাপতিত্বে প্রতিবাদ সভায় সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু, শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর শাকিল আলম, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক এমদাদুল হক, শিক্ষক বেলাল হোসেন, নাহিদ আলম, যুবদলের নেতা জাকিরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম কোয়েল, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, তাঁতী দলের সভাপতি জোবায়ের হোসেন জবা, রুনা আক্তার, রোকসানা বেগমসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গুরুত্বপূর্ণ এই কালভার্টের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথ বের করে দেওয়ার জন্য পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।