সারাদেশ

আত্রাইয়ে ভেঙ্গে ফেলা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত দুইটি ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়।
জানা যায়,গত ২০২০-২১ সালে সরকারী অর্থায়নে ম্যুরাল দুইটি নির্মাণ করা হয়। নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের সময়ে এ ম্যুরালগুলো নির্মাণ করা হয়।
এর পরবর্তী সময় থেকে বিভিন্ন দিবসগুলোতে আওয়ামী লীগ দলীয়ভাবে ও সরকারী ভাবে রেলওয়ে স্টেশন সংলগ্ন ম্যুরালটিতে পুষ্পস্তবক অর্পণ করা হতো। এদিকে গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এ মুর‌্যাল দু’টি ভেঙ্গে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন আত্রাইয়ের ছাত্র জনতার নেতৃত্বে তারেক আহমেদ সম্রাট, সৌরভ, মেহেদী, জিহাদ, রিফাত প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,