ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে অংশ গ্রহণ করে বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী ব্যানার প্লেকার্ড সহকারে নানা স্লোগানতুলে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখা সদর হাসপাতাল গেইট থেকে শুরু করে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক হয়ে খালপাড় ব্রিজ প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শহীদ চত্বরে এসে সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জের কৃতি সন্তান মু: জাহিদুর রহমান । জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা আমির মাওলানা কামরুল ইসলাম, জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মনোয়ারুল হক, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মোঃ জামাল উদ্দিন, ছাত্রনেতা মাহবুবুর রহমান, মফিজুর রহমান, আবদুল মতিনসহ সাবেক ও বর্তমান জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।