কালুখালীতে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

বোরহান উদ্দিন | (কালুখালী) রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাজীর কালুখালীতে নব যোগদানকারী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসন কালুখালী এর আয়োজন বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন দেশ
উন্নয়নের জন্য সর্বপ্রথম তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্কুলের শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের বিনোদনের জন্য স্কুলের পরিবেশ সুন্দর রাখতে হবে। যাতে করে শিক্ষার্থীরা পড়ালেখার পাশে বিনোদন করতে পারে। এছাড়াও অবহেলিত রাস্তাঘাট এবং বিভিন্ন বিদ্যালয় নির্মাণের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অভিমত ব্যক্ত করেন। আলোচনা শেষে শীতার্থদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতবস্ত কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, সহকারি কমিশনার রাজবাড়ী পলাশ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) কালুখালী শামস সাদাত মাহমুদ উল্লাহ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বিন্দ উপস্থিত ছিলেন।