“মানুষ প্রয়োজন” রচনা করে প্রশংসায় সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল

মোঃ মিঠু সরকার, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি আব্দুস সালাম মন্ডল রচিত কাব্যগ্রন্থ “মানুষ প্রয়োজন ” অমর একুশে বইমেলা ২০২৫ এ স্থান পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে বারোটায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান শেষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আলম সিদ্দিকী মামুন, সহকারী শিক্ষক নূর আহম্মদ খান রতন, সহকারী শিক্ষক মেহেদী হাসান খান, সহকারী শিক্ষক রতন কুমার দত্ত, সহকারী শিক্ষক আবুল খায়ের, সহকারী শিক্ষক আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল আমাদের সহকর্মী। ব্যক্তি জীবনে তিনি একজন বিনয়ী ও সাদা মনের মানুষ। উনার রচিত কাব্যগ্রন্থ “মানুষ প্রয়োজন” বইটি অনুপ্রেরণামূলক একটি বই। উনার লেখা প্রতিটি কবিতার চরণ পাঠকদের অনুপ্রাণিত করবে। আমরা চাই উনার লেখনী কবিতা থেকে মানুষ শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।
কবি আব্দুস সালাম মন্ডল তার রচিত প্রথম কাব্যগ্রন্থ সমন্ধে বলেন, জীবনের নানা সংকট, মান-অভিমান, রাগ-অনুরাগ, সুখ-দুঃখ, জয়-পরাজয়, মানবতাবোধ, দেশপ্রেম, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, তরুণদের তারুণ্যের চিন্তাগুলোকে মূর্ত চিন্তার রূপ দিতে চেষ্টা করেছি। এই বইটি প্রকাশে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের কাছে চির কৃতজ্ঞ থাকব।
অনুষ্ঠান শেষে আব্দুস সালাম মন্ডল প্রত্যেকের হাতে একটি করে বই তুলে দেন। তাছাড়া তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন সঠিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন।