সারাদেশ

ফেনীর ছাগলনাইয়া হতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী জেলা কার্যালয়, ফেনীর একটি রেইডিং টিম পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে ফেনীর ছাগলনাইয়ায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ মো:রিপন (৪০)নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ছাগলনাইয়া থানাধীন উত্তর বল্লভপুর দারোগারহাট রাস্তারমাথা (আবুল হোসেন মাষ্টার বাড়ি) আসামীর নিজ দখলীয় বসতঘর,জেলা-ফেনী।মোঃ রিপন (৪০)-গ্রেফতার,পিতাঃমোঃ আঃরাজ্জাক,সাং-উত্তর বল্লভপুর, দারোগারহাট রাস্তার মাথা,৪নং ওয়ার্ড,৯ নং শুভপুর ইউপি,থানা-ছাগলনাইয়া,জেলা-ফেনী।একটি কালো রংয়ের পলিথিনের মধ্যে০২(দুই)বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিল,প্রতিটি প্লাস্টিক বোতলে ১০০ মিলি,করে মোট ওজন ২০০ মিলিলিটার কোডিন মিশ্রিত ফেন্সিডিল উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী জেলা কার্যালয়, পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং