ফেনীর দাগনভূঁঞা হতে ইয়াবা ও বিলাতীমদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

মশি উদ দৌলা রুবেল ফেনী :
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়,ফেনীর একটি রেইডিং টিম পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে ফেনীর দাগনভূঁঞায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও বিলাতী মদ আব্দুর রহিম সুজন (৪৩) ও হাফেজ মোঃ নুরউদ্দিন মাহবুব (৩৫) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।দাগনভূঁইয়া থানাধীন আলাইয়াপুর নওয়াবজান মিয়া বাড়ীস্থ আসামীর দখলীয় পূর্ব ও উত্তরমুখী টিনের বেড়া টিনের ছাউনীযুক্ত ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।আসামীদের নাম ও ঠিকানাঃ আব্দুর রহিম সুজন (৪৩) গ্রেফতার,পিতা-মৃত আবদুল বারেক,মাতা-রহমতের নেছা সাং-আলাইয়াপুর(নওয়াবজান মিয়া বাড়ী) ১নং ওয়ার্ড,দাগনভূঁইয়া পৌরসভা,থানা- দাগনভূঁইয়া,জেলা-ফেনী।একটি চটের বস্তার ভিতর STERLING RESERVE,B-7 নামীয় ৭৫০এম.এল এর ০১(এক) বোতল বিলাতীমদ ও দাগনভুঞা থানাধীন পূর্বচন্দ্রপুর জাফর আলী ভুইয়া বাড়িস্থ আসামী হাফেজ মোঃ নুর উদ্দিন মাহবুব (৩৫)এর নিজ দখলীয় দ্বিতল বিল্ডিং এর ২য় তলার পশ্চিম পাশের যাহা আসামীর শয়ন কক্ষ,জেলা-ফেনী।আসামীর নাম ও ঠিকানাঃ হাফেজ মোঃ নুর উদ্দিন মাহবুব (৩৫),গ্রেফতার,পিতা-মৃত,বাহাউদ্ দিন,সাং-পূর্বচন্দ্রপুর,৪নং ওয়ার্ড,০৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন,থানা-দাগনভুইয়া,জেলা-ফে নী।একটি নীল রংয়ের জিপারলক পলি প্যাকেটের ভিতরে এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২৬(ছাব্বিশ) পিস ওজন ২.৫ (দুই দশমিক পাঁচ) গ্রাম ইয়াবা ট্যাবলেট।
গৃহীত ব্যবস্থা উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী জেলা কার্যালয় এর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী ও উপপরিদর্শক মোঃআবু তাহের বাদী হয়ে ফেনীর দাগনভূঁঞা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।