ফেনীর পরশুরামে ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরাম উপজেলায় চিথলিয়া ইউনিয়নে ‘চিথলিয়া ব্রিকস’ নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।বুধবার(২২ জানুয়ারি)দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই অভিযান পরিচালনা করেন।সূত্রে জানা গেছে,ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি,পরিদর্শক শাওন শওকত,ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্ব বুধবার দুপুরে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়,এই সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুুত করায় চিথলিয়া ব্রিকস ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে ইট প্রস্তুত বন্ধ করে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানে পরশুরাম ও ফুলগাজী থানার পুলিশ,ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক শওকত আরা কলি জানান, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ সুরক্ষায় এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অব্যাহত থাকবে।নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান,পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।