সারাদেশ

পাথরঘাটায় জামায়াতের শ্রমিক বিভাগের রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাথরঘাটা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২ টায় উপজেলার হোগলাপাশা মুন্সিরহাট বাজারে পাঁচ শতাধিক কর্মী ও সহযোগীদের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মুসা’র সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সোলাইমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাও: মুহিবুল্লাহ হারুন, আ্যসিস্ট্যান্ট উপদেষ্টা মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাথরঘাটা উপজেলার প্রধান উপদেষ্টা হাফেজ মাও: মাসুদুল আলম, বরগুনা জেলার সেক্রেটারি মাও: আব্দুল লতিফ, পাথরঘাটা উপজেলার অ্যাসিস্ট্যান্ট উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর হোসাইন।

আলোচনা করেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়াও আলোচনা করেন, ড. হাফেজ মাও: মাহমুদ মোস্তফা আল-মারুফ, লেখক গবেষক ও মুফাসসিরে কুরআন রাজশাহী। পাথরঘাটা পৌর শাখার উপদেষ্টা৷ মাও: বজলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়হানপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা মাও: ইব্রাহিম খলিল, কাকচিড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মো: জাফর সাদেক, নাচনাপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মাও: জাকারিয়া, কাঠালতলী ইউনিয়ন শাখার উপদেষ্টা মোঃ মাসুম বিল্লাহ, চরদুয়ানী ইউনিয়ন শাখার উপদেষ্টা হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, পাথরঘাটা সদর ইউনিয়নের উপদেষ্টা মাও: আবু সালেহ মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাথরঘাটা দক্ষিণের সভাপতি হাফেজ রাকিব  হাসান প্রমুখ।

এ সময় বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব ও  তাৎপর্য সম্পর্কে কুরআন ও হাদিস থেকে আলোচনা তুলে ধরেন, পবিত্র রমজান ও রমজানের বাহিরে তাক্বওয়া, খোদাভীতি ও আল্লাহর নৈকট্য সম্পর্কে আলোচনা পেশ করেন। এছাড়াও বক্তারা ইসলামে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করেন। তারা বলেন এ দেশ যদি ইসলামী রাষ্ট্র পরিণত হয় তাহলে শ্রমিকদের অধিকার আদায় আর ব্যাহত হবে না। শ্রমিকরা ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। যতদিন এদেশে কুরআনের আইন কানুন ও বিধান চালু হবে না হবে ততদিনে খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই সহ কোন ধরনের অপকর্ম দূর হবে না, একমাত্র কুরআনের বিধানই পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে, তাই কুরআন দিয়ে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনসহ সবকিছু পরিচালনা করতে হবে। সকল সমস্যার সমাধান দিতে পারে আল-কুরআন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং