সারাদেশ

রায়পুরে সেনাবাহিনীর ও পুলিশের অভিযানে ০৭ পিস ইয়াবা ,৬৯৫ গ্রাম গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সেনাবাহিনীর ও পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবা,৬৯৫ গ্রাম গাঁজাসহ শামীম পাটোয়ারী  (২৪) নামে এক  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১জানুয়ারি) বিকালে রায়পুর থানাধীন ১০নং রায়পুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড কাজিচর  মিতালী বাজার থেকে হাইমচরের তিন রাস্তায় ইব্রাহিম ভ্যারাইটিজ স্টোর সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শামীম পাটোয়ারী  (২৪) চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর  দুঃখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বটতলা বাজার এলাকার জহির আহমেদের  ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে  সেনাবাহিনী ও রায়পুর থানার সাব ইন্সপেক্টর আবু হানিফ -৩  রায়পুর থানাধীন ১০নং রায়পুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড কাজিচর  মিতালী বাজার থেকে হাইমচর সড়কে তিন রাস্তায় ইব্রাহিম ভ্যারাইটিজ স্টোর সামনে থেকে শামীম পাটোয়ারীকে আটক করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং