বশেমুরবিপ্রবি প্রতিনিধি:-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী এসএম সানবিম সিফাত ও সানিলা জামিল জয়ি নামে দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাসূল (সা) এর নামে কটুক্তি করে যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এর ধর্মপ্রাণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারিত) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ২নং গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হল চত্বর, নিউমার্কেট, গোলচত্তর, প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে বক্তৃতা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” প্রভৃতি স্লোগান দেন।
মিছিলে উপস্থিত শিক্ষার্থী রাইহান (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) তার বক্তব্যে বলেন, ” আমরা জানিয়ে দিতে চাই রাসূল (সা.) কে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। রাসূল (সা.) এর শানে বেয়াদবি করবে আর মুসলিম সমাজ সেটা মেনে নেবে এটা কখন হবে না। আমাদের শরীরে শেষ রক্ত টুকু থাকা পর্যন্ত আমরা রাসূল (সা.) এর সম্মান রক্ষার্থে এগিয়ে আসবো। আমরা বাংলাদেশের সকল ওলামায়ে কেরামদের বলতে চাই প্লিজ আপনারা একটা পদক্ষেপ নেন। আমরা আমাদের রক্ত বিলিয়ে দিব, আমরা আমাদের রক্ত ঢেলে দিতে চাই রাসূলের শানে। আমাদের দেশের বিচার বিভাগের ব্যক্তিরা কি করছে তারা কি এই কুলাঙ্গারদের ফাঁসির ব্যবস্থা করতে পারে না? আমরা এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে পরবর্তীতে কেউ আমাদের রাসূল (সা.) নিয়ে আর কটুক্তি করতে না পারে।”
উল্লেখ্য যে, গত ৪ই ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীরা এই কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কিন্তু তারা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ দেখতে পায়নি।