সারাদেশ

দুই মাসের মিলিকে একা করে বাবাও চলে গেলেন না ফেরার দেশে

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া দুই মাসের মিলি এবার বাবা সিয়াম খান(৩৫)কেও হারালো। এর আগে সড়ক দুর্ঘটনায় মিলির মা ও মামা ঘটনাস্থলেই নিহত হয়। আর বাবা সিয়াম খান গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। দুর্ঘটনার ৪দিন পর আজ বুধবার (৫ জানুয়ারী) বিকেলে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। সিয়াম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান।

 

গত শনিবার(১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঢাকা গামী পরিবহন ও ইজিবাইক মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ভাইবোন নিহত ও একই পরিবারের দুই মাসের মিলিসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা ছিলেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ২ মাস বয়সী শিশু মিলি আক্তার,স্বামী সিয়াম খান(৩৫) ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮)।

 

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহন থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার এখনও পালাতক রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,