সারাদেশ

নারী,শিশুর প্রতি সহিংসতা বন্ধে দোষীদের বিচারের দাবিতে এবি পার্টি ফেনী জেলা নারীদের মানববন্ধন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
সারা দেশে নারী ও শিশুদের প্রতি চলমান সহিংসতা বন্ধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে এবি পার্টি নারী বিভাগ ফেনী জেলা শাখার উদ্যোগে বুধবার ১২ মার্চ দুপুরে ফেনী ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে।এই সময় প্রধান অতিথির বক্তব্য এবি পার্টি ফেনী জেলার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক বলেন,বাংলাদেশে প্রতিনিয়ত নারীদের প্রতি সহিংসতা,শিশু নির্যাতন,ধর্ষণ ও অন্যান্য অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।এই সব নৃশংস অপরাধের সুষ্ঠু বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না হওয়ার ফলে অপরাধীরা বারবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।আমরা এর অবসান চাই।বক্তারা আরও বলেন,আমাদের সমাজে নারীরা শুধু নির্যাতনের শিকারই নয়,বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্র তার কারণেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।আমরা এই অবস্থা আর মেনে নেব না।নারী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধ করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।এবি পার্টি ফেনী জেলা নারী নেত্রী নাজরানা হাফিজ অম্লানের সভাপতিত্বে এবং হুরে জান্নাত সুমির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি ফেনী জেলা নারী বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মনি,নারী নেত্রী জোহরা আক্তার ডলি, ফেনী পৌর যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ৷

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং