সারাদেশ

টিকটক কান্ডে চুরিকাঘাতে লোহাগাড়ায় এক কিশোরের মৃত্যু, গুরুতর আহত-১

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক নিয়ে কথা-কাটাকাটির জেরে চুরিকাঘাতে একজনকে গুরুতর আহতসহ স্কুল পড়ুয়া মুবিন(১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
৫ ফেব্রুয়ারী রাত ৮ টার সময়  উপজেলার পুটিবিলা ইউনিয়নের নাড়ারকুল এলাকার পূর্ব তাঁতিপাড়া ঈমাম বাড়ি শাহ মষজিদের বার্ষিক সভায় ভাসমান কসমেটিক দোকানের সামনে ঘটনাটি ঘটে। নিহত মুবিন পুটিবিলা ইউনিয়নের নাড়ারকুল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে, গুরুতর আহত মুকিব ঐ এলাকার রহমত উল্লাহর ছেলে। তারা দুজনেই পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায় তারা দুজনেই বার্ষিক সভাতে এসছিল ঘুরতে এবং সেখানে অপর একটি গ্রুপের সাথে টিকটক বিষয়ে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়, অপর পক্ষ তাদেরকে চুরিকাঘাত করে পালিয়ে যায়, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুবিন নামের কিশোরকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অপরজন মুকিতকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান- মুবিন ও মুকিব দুই বন্ধুর সাথে অপর গ্রুপের টিকটক করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়, একপর্যায়ে প্রতিপক্ষের চুরিকাঘাতে  মুবিন নামের এক যুবকের মৃত্যু হয় এবং তার বন্ধু  মুকিত গুরুতর আহত হয়, আহত মুকিতকের প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে  জড়িতদের আইনের আওতায় আনতে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং