নবীনগর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শান্তি- সম্পাদক মোস্তাক

মাজহারুল ইসলাম বাদল,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ উজ্জল। কার্যকরী পরিষদের দুই বছর মেয়াদের কমিটিতে ৪ টি পদে ৩০ জন ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাকি পদ গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি জ ই বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল, কার্যকরী সদস্য শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল ও
সাইদুল আলম সোরাফ।
নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, সকলের দোয়া ও ভালোবাসায়, সহযোগী সাংবাদিকদের ভোটে আমি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও উৎফুল্লিত।
নব নির্বাচিত সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বল বলেন, এত ভোটের ব্যবধানে পাস করবো ভাবিনি। ৭০ পার্সেন্ট ভোটে আমাকে জয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক প্রিন্ট ও অন লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।