বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের ভানোর ইউনিয়নে দায়িত্বশীল সম্মেলন ও প্রীতিভোজের আয়োজন

মোঃমনিরুজ্জামান অনিকঃবালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় আজ ৭ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ভানোর ইউনিয়নে দায়িত্বশীল সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দায়িত্বশীল সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠানে জনাব মো:আলিমউদ্দীন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন পঠাকুরগাঁও দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।বিশেষ অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রফিকুল ইসলাম,উপজেলা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো:আব্দুর রসিদ,যুব বিভাগের উপজেলা সভাপতি সাবেক ছাত্র নেতা মু.সাইফুল ইসলাম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো:খলিলুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা শেখ আইয়ুব আলী,অএ ইউনিয়নের সহ সভাপতি মো:ইলিয়াস আলী সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা ইউনিয়ন দায়িত্বশীল মাঝে বিভিন্ন রকম সাংগঠনিক কার্যক্রম ও বৃদ্ধির বিষয়ে বক্তব্য পেশ করেন। প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন ইসলামী আন্দোলনের কাজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এমন কোন পাড়া-মহল্লা ঘর থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছাবে না।