সারাদেশ

শ্যামনগরে মাথা যন্ত্রণায় এক শিশুর মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা ও বমি করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশু রাফি (৮)। সে উপজেলার কাশিমাড়ী ইউপির জয়নগর কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণির ছাত্র। তার পিতার নাম আনিসুর রহমান।

তার মা ব্র্যাকে চাকরি করেন। তাদের বাড়ি খুলনার কয়রায়। মায়ের চাকরির সুবাদে রাফি তার মায়ের সাথে শ্যামনগরে থাকত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অন্যদিনের মতো রাফি স্কুলে যায়। এরপর সে মাথার যন্ত্রণা অনুভব করে। এরপর বমি করতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।

পরবর্তীতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিবকৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,