সারাদেশ

বোচাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেছেন দিনাজপুর-২ আসনের এনসিপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোঃ ইসমাইল হোসেন

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের আমন্ত্রণে হরিবাসর অনুষ্ঠানে উপস্থিত থেকে কুশল বিনিময় করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদ আসনের সংসদ সদস্য পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নাগরিক কমিটির বোচাগঞ্জ শাখার সদস্য মোঃ ইসমাইল হোসেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে বোচাগঞ্জ উপজেলার সুন্দরপুকুর হরিবাসর মন্দিরে তিনি এ কুশল বিনিময় করেন।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রীস্টান, বৌদ্ধ সকলের। আমরা কখনোই নিজেদের সংখ্যা লঘু বা সংখ্যা গরিষ্ঠ ভাববোনা, আমাদের সবাইকে একটা বিষয়ই মাথায় রাখতে হবে আমরা সবাই বঙ্গালী। দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে।
তিনি এসময় আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ আছেন যারা মানুষের কথায় প্ররোচিত হয়ে ভাবেন ভারতে গেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এসব ভুল চিন্তাধারা থেকে হিন্দুদের বেরিয়ে আসার অনুরোধ সহ হিন্দুদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,