সারাদেশ

ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জেলে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার (১৪মার্চ) দুপুরে উপজেলার উত্তর কুহুমা এলাকায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালায় এসিল্যান্ড ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
এই সময় ফসলি জমির মাটি বিক্রির দায়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ মাসের সাজা প্রদান করা হয়।সাইফুল ইসলাম ঐ এলকার আমির হোসেনের পুত্র।
শিবু দাশ জানান,মেইন রোডের পাশে ফসলি জমির মাটি কেটে প্রায় দশফুট গভীর গর্ত করে ফেলে মাটি খেকোরা।এতে করে ফসলি জমির উর্বরতা নষ্টসহ পার্শ্ববর্তী রাস্তা ও অন্যান্য ফসলি জমি ক্ষতি হওয়ার ব্যাপক আশংকা তৈরী হয়।এই সময় মাটি ভর্তি একটি পিকআপ ও এস্কেভেটর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,