সারাদেশ

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

র‌্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জ জেলায় অভিনব কায়দায় লাগেজের ভেতর মাদক পরিবহনের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকল ১১টার দিকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অপস্ অফিসার মোঃ উসমান গণি।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৬ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ১,৭৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উক্তর বহুলাচরা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (২৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বরুড়া গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে মোঃ আজহারুল ইসলাম ওরফে নয়ন (২২)।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,