ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ শনিবার চাঁদগাজী জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার।বিশেষ অতিথি ছিলেন,ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃআলমগীর বিএ,সিনিয়র যুগ্ম-আহবায়ক কফিল উদ্দিন সরকার,রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব,যুগ্ম-আহবায়ক হুমায়ূন খোন্দকার,ছাগলনাইয়া উপজেলা যুবদল আহবায়ক কাজী জসিম উদ্দিন,যুগ্ম-আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া,পৌর যুবদল সদস্য সচিব মোঃআলমগীর হোসেন,যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী ও সাইফুল ইসলাম,ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জাফর হোসেন মজুমদার,মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল বশর,কাজী মোজাম্মেল,ফখরুল আলম রতন, আবদুল হালিম,সালাউদ্দিন,মুন্সি আব্দুল কাইয়ূম,সদস্য কাজী শিমুল মুহুরী,বিশিষ্ঠ ব্যবসায়ী ও যুবদল নেতা আমানত উল্যাহ মিন্টু,মহামায়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী আবদুল মোমিন,যুগ্ম-আহবায়ক আবদুল মোমিন,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সভাপতি একরাম উদ্দিন শিপু,সেক্রেটারী মামুনুর রশীদ মামুন,উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ছালে আহাম্মদ মজল,সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, ফেনী জেলা ছাত্রদল সদস্য মোঃশাহাদাত ও নাজিম উদ্দিন।এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।