সারাদেশ

চিরিরবন্দরে ট্রেনে কাটা গিয়ে কিশোরের মৃত্যু।

এনামুল মবিন(সবুজ)
জেলা প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর চিরিরবন্দরে ট্রেনে কাটা গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ৭ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিযুগী নামক রেলগেটের পশ্চিমে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পরিবার ও প্রতিবেশি সুত্রে জানা গেছে, রেললাইন সংলগ্ন পাড়ার শরিফুল ইসলামের ছেলে জামিল হোসেন (১২) সন্ধায় বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর সন্ধা সাড়ে ৭ টার দিকে ঢাকা থেকে পঞ্চগড় গামী একতা এ·প্রেস ট্রেনে কাটা পড়ে। এতে তার বাম পা, বাম হাত বিচ্ছিন্ন ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। জনৈক পথচারী দেখতে পেয়ে বাড়িতে সংবাদ দিলে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসে। পরবর্তিতে চিরিরবন্দর রেলস্টেশন মাস্টারের মাধ্যমে সংবাদ পেয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল করে।
দিনাজপুর রেলওয়ে পুলিশের এস আই রায়হান আলী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,