হাতিয়ায় যৌথ অভিযানে ২ দুষ্কৃতিকারী আটক

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ অভিযানে ২ দুষ্কৃতিকারী কে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার ( ১৬ মার্চ) মধ্যরাতে কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজিজিয়া বাজার এবং ৪ নং নলচিরা ইউনিয়নের দাশপাড়া বাজার সংলগ্ন এলাকায় পৃথক ২ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা থেকে ২ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃতরা হাতিয়ার দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী মামুন (৩৫) এবং মোঃ রিয়াজ উদ্দিন (২৫) উভয় হাতিয়া উপজেলার বাসিন্দ।।
দুই জনের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা মোঃ সিয়াম-উল-হক জানান- তাদের কে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ ভাবে আটক করে। এবং আজ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার নিমিত্তে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।