হিন্দু মহাজোটের রাম নবমী উৎযাপন কমিটি গঠন

প্রসেন সরকার (উপজেলা প্রতিনিধি নবীগঞ্জ)
মহাসাড়ম্বরে নবমী উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে জাতীয় রাম নবমী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক , নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল ও প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য অনুমোদন কৃত কমিটি :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি তরুন কুমার ঘোষকে চেয়ারম্যান, সাংবাদিক সুজন দে কে আহ্বায়ক , নরেন্দ্রনাথ মজুমদারকে প্রধান সমন্বয়কারী ও অরবিন্দ হালাদার কে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন কো চেয়ারম্যান এডভোকেট প্রতিভা বাগচী, যুগ্ন আহবায়ক জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, নির্বাহী সদস্য ডা: হেমন্ত দাস, নকুল মন্ডল,কল্যাণ মন্ডল অ্যাডভোকেট শুভ মজুমদার, গোপাল মজুমদার রুমেল, বিশ্বনাথ মোহন্ত, সুমন শীল, সঞ্জয় ফলিয়া, বগ্নিশিখা দাস, ঝর্ণা দাস, শিল্পী রানী মন্ডল, ঝর্ণা সরকার,, সমাপিকা দাস, চয়ন বাড়ৈ, প্রেম কুমার দাস, শ্যামল ঘোষ, বাংলাদেশ জাতীয় যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, বাংলাদেশ জাতীয় ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুন্ডু তপু, তাপস বিশ্বাস, গোপাল মালাকার, দেবাশীষ পাল ও নিলয় পাল আদর।