সারাদেশ

ঝিনাইদহের তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতু পেলেন সম্মাননা অ্যাওয়ার্ড

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু “নির্ভয়া” অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ঢাকার আগারগাঁয় অবস্থিত আইডিবি ভবনে ইউএনডিপি’র কার্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। “দ্যা ডেইলি স্টার” পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম এবং ইউএনডিপি ঢাকা অফিসের প্রতিনিধির হাত থেকে সম্মাননা ক্রেস্ট এবং সনদ গ্রহণ করেন দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের উইপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। স্থানীয় বিচারব্যবস্থা শক্তিশালীকরণ এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে নিয়মিত স্ব শরীরে উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের সব সেবা চলমান রাখাই নির্ভয়া অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হন। তিনি ছাড়াও বিভিন্ন বিভাগে মনোনীত হয়ে এই সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের আরও ৪ জন বিশিষ্ট নারী । অ্যাওয়ার্ড পরবর্তী এক প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম ঋতু এই প্রতিবেদককে বলেন,নিশ্চয়ই ভালো কিছু করতে পেরেছি আমার এলাকার মানুষের জন্য। যে কারণে আজ আমাকে এই অ্যাওয়ার্ড বা পুরস্কার দেওয়া হলো। আমি অত্যন্ত খুশি হয়েছি। এই পুরস্কার আমি আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম। আমি চেষ্টা করে যাচ্ছি গ্রাম আদালত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। সর্বোপরি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। কালীগঞ্জ উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী  মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দেশের মধ্যে একমাত্র আমাদের উপজেলার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এটা কালীগঞ্জ বাসীর জন্য অনেক গর্বের বলে আমি মনে করি। গ্রাম আদালত পরিচালনায় তিনি যে অবদান রেখে চলেছেন তা বাংলাদেশের ইতিহাসে ইউপি চেয়ারম্যানদের জন্য এক অনন্য নজির। উল্লেখ্য, কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু  নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করে বিচার ব্যবস্থায় দেশের দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতে নিয়মিত কাজ করে চলেছেন। ২০২১ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে “আনারস” প্রতীকে ৯,৫৩৮ ভোট পেয়ে ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং