সারাদেশ

রায়পুরে পিতার পরকীয়া বাধা হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যার চেষ্টা 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রবাসী পিতার পরকীয়া বাধা হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে এক বৃদ্ধসহ তার ছেলে। গত শুক্রবার বিকালে উপজেলার চরমোহনা ইউপির দক্ষিন রায়পুর গ্রামের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় শনিবার সকালে দক্ষিন রায়পুর গ্রামের সুফি সাহেবের বাড়ীর মৃত এসহাক মিয়ার প্রবাস ফেরত ছেলে আলতাফ হোসেন (৫৫) ও তার বড় ভাই আমির হোসেন (৫৮) সহ ৬ জনের বিরুদ্ধে আহত পরীক্ষার্থী মা কামরুন নাহার (৩৮) বাদি হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন। কিন্ত এজাহারটি ওসি এখন পর্যন্ত রেকর্ড করছেন না বলে বাদি অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্থ্য কামরুন নাহার বলেন, তার প্রবাসী স্বামী আলতাফ হোসেন গত দুই বছর ধরে অন্য এক নারীর সাথে পরকীয়া লিপ্ত। গত এক বছর ধরে আলতাফের দ্বারা কামরুন নাহারা ও তাদের এক ছেলে ও মেয়ে শারীরীক ও মানুষিক নির্যাতনের শিকার। এছাড়াও ভরন-পোষন বন্ধ করে দিয়েছে আলতাফ। আলতাফ তার ভাই-ভাতিজাদের দিয়ে শারীরীক ও মানুষিক নির্যাতনও করছে। পরকীয়া ঘটনা জানতে পেরে আলআমিন পিতার অপকর্মগুলো কৌশলে অডিও ও ভিডিও রেকর্ড করে। গত একমাস আগে প্রবাস থেকে বাড়ীতে আসলেও নিজের ঘরে না উঠে ভাই ও বোনদের বাড়িতে রাত যাপন করছেন আলতাফ হোসেন। দাম্পত্য কলোহ নিয়ে ৭দিন আগে আলতাফের ঘরেই বাড়ীর মুরুব্বিরা শালিশ বৈঠক বসেন। এতে সমাধান না হওয়ায় আগামী রোববার বৈঠকের তারিখ করা হয়।
এঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে ওই পরীক্ষার্থী তার বাড়ির দোকানের সামনে উপস্থিত হলে মাথা ও শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় আমির হোসেন ও তার ছেলে। এসময় আলআমিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযোক্ত আমির হোসেন ও তার ছেলে আসিফ হোসেন পালিয়ে যায়। পরে আহত আলআমিনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরে এলে রাতে আলআমিন হামলাকারিদের নাম বলে।
রায়পুর সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার রাশেদুন্নবি জানান, লাঠির আঘাতে আলআমিনের মাথার তালু ফেটে গেছে। শরীরে জখম আছে। মাথায় সাতটি সেলায় দেয়া হয়েছে, সে এখন আশঙ্কামুক্ত।
অভিযুক্ত আলতাফ হোসেন ও তার ভাই আমির হোসেন বলেন, কামরুন নাহার ভালো নারী না। এক মাস আগে বিদেশ থেকে আলতাফ বাড়িতে আসলেও কামরুন নাহার ও ছেলের কারনে বসতঘরে উঠতে পারছেনা। ঘটনার দিন বাড়ীর একটি ছেলের সাথে ঝগড়ার এক পর্যায়ে অসাবধানতায় আলআমিনের মাথায় লাঠির আঘাত লাগে রক্ত ঝড়ে। এতে অনুতপ্ত আমির হোসেন ও ছেলে আসিফ হোসেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে তার প্রবাস ফেরত স্বামী ও ভাসুরসহ ৬ জনকে আসামি করে একটি এজাহার দিয়েছেন। তা তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং