সারাদেশ

 সদরপুরে অজ্ঞাত পরিচয় যুবকের   মরদেহ উদ্ধার

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র থেকে জানা যায়, কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারী গ্রামের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বর সামাদ মোল্যার বাড়ির পাশের পুকুরে লাশটি ভাসছিল। স্থানীয়রা বিষয়টি সদরপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তবে লাশটি কার বা কে ফেলে গেছে তা এখনো জানা যায়নি।
সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, কোন গাড়িতে ধাক্কা লেগে মরদেহটি পুকুরে পরতে পারে
সিআইডি ও পিবিআইয়ের কর্মকর্তারা মরদেহের আলামত জব্দ করেন।
তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।  ঘটনার তদন্ত করে দ্রত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,