সারাদেশ

ভোলা সদর উপজেলায় ১৯ কেজি গাঁজা সহ ১ নারী মাদক কারবারি আটক 

মোঃ ইয়াছিন আরাফাত শান্ত || ভোলা প্রতিনিধিঃ ভোলায় মাদক বিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা সহ মিতু নামে এক নারী মাদক কারবারি কে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মিতুর বাড়ি দৌলতখান উপজেলায়। তার শশুড়বাড়ি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় একজন মাদক কারবারি। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে ট্রাভেল ব্যাগে করে ফেনী থেকে ১৯ কেজি গাঁজা নিয়ে তিনি ভোলায় তার শশুড়বাড়ি এলাকায় আসেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) তাজীব উদ্দিন বলেন, মিতু একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে মিতুকে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার কাছে থাকা দুটি ট্রাভেল ব্যাগে এসব গাঁজা পাওয়া যায়। এসব মাদক তিনি ফেনী থেকে ভোলায় নিয়ে আসেন।
ইলিশা তদন্তে কেন্দ্র ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে, ইলিশা ঘাটে অভিযান চালিয়ে, ১৯ কেজি গাঁজা সহ লঞ্চ ঘাট পল্টন থেকে মিতু আক্তার কে আটক করি।
মিতু আক্তার এর বিরুদ্ধে ভোলার সদর মডেল থানায় মাদক মামলা আইন প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান,
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশনায় ভোলা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জের নেতৃত্বে ইলিশা ঘাটে একটি অভিযানে ১৯ কেজি গাঁজা সহ এক নারী কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,