“কবিরাজ আব্দুল হামিদ গ্রেপ্তার, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ”

সংবাদ প্রতিনিধি, নেত্রকোণা সদর।
নেত্রকোণায় ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, গত ১০ মার্চ কিশোরীকে কবিরাজি চিকিৎসার প্রলোভন দেখিয়ে তার কাছে নিয়ে যায় আব্দুল হামিদ। পরে নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকার নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছের পরিত্যক্ত ঘরে তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হওয়ার পর কিশোরী তার মাকে বিষয়টি জানালে, তার মা জানতে পারেন যে, এর আগে একাধিকবার একই স্থানে তাকে ধর্ষণ করা হয়েছে।
এরপর ভুক্তভোগীর মা ১৬ মার্চ গভীর রাতে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হামিদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।