সারাদেশ

নেত্রকোনায় বিএনপির উদ্যোগে কোরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাদরাসা ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে দুইদিন ব্যাপি হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৭ মার্চ) সকাল থেকে নানা আয়োজনে শুরু হয় এ প্রতিযোগিতা।
হাফেজ আব্দুল্লাহ আল ফারুক ও মুফতি শাব্বির আহমদ এর উপস্থাপনায় এ অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার ৮৩টি মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুইশত ছিষট্রি জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রথম দিন হামদ্ নাত ও আযান এবং পরের দিন থেকে শুরু হবে কুরআন তেলোয়াত প্রতিযোগিতা।
দুর্গাপুর উপজেলা বিএনপি‘র আয়োজনে ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো বড় পরিসরে এমন আয়োজন উপজেলার শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারনা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন আয়োজন প্রান্তিক পর্যায় থেকে শুরু করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানানো হয়।
এসময় অন্যদের মাঝে উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গণি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কাচারী মাদরাসার মোহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ বলেন, পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলাম প্রসার ও ছাত্রদের মেধা বিকাশে এমন আয়োজন করায় উপজেলার আলেম সমাজের পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তরুন প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় এই ক্ষুদ্র প্রয়াস শুরু করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। এই প্রতিযোগিতা সফল করতে দলীয় নেতাকর্মী সহ অন্যান্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং