সারাদেশ

ফেনীতে সরকারি ভূমি দখল প্রতিরোধে অভিযান চালান সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে সরকারি ভূমি দখল প্রতিরোধে অভিযান চালান ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।আজ ১৭/০৩/২০২৫ খ্রি বিকাল ০৪:৩০ টায় ফেনী সদরের সুলতানিয়া মাদ্রাসা রোড,লালপুলে অভিযান চালিয়ে সরকারি ভূমি তথা খালের দুই পাশে আরসিসি ঢালাই ও পিলার স্থাপনের করে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাড়ি নির্মাণের চেষ্টা করায়
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর অনুযায়ী অপরাধীকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।সরকারি ভুমি দখল করে জোর পূর্বক স্থাপনা নির্মাণ করার সময় ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযানের সময় অপরাধীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সরকারি স্বার্থ রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না বলে জানান সহকারী কমিশনার ভুমি।ফেনীসহ বাংলাদেশে সরকারি সম্পওি উদ্ধার,মাটিখেকো সহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।এছাড়াও ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে।সরকারি সম্পওি মাদক মাটিখেকো সহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে ফেনী জেলা প্রশাসন কে সহযোগিতা করতে আহবান জানান ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,