ফেনীতে সরকারি ভূমি দখল প্রতিরোধে অভিযান চালান সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে সরকারি ভূমি দখল প্রতিরোধে অভিযান চালান ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।আজ ১৭/০৩/২০২৫ খ্রি বিকাল ০৪:৩০ টায় ফেনী সদরের সুলতানিয়া মাদ্রাসা রোড,লালপুলে অভিযান চালিয়ে সরকারি ভূমি তথা খালের দুই পাশে আরসিসি ঢালাই ও পিলার স্থাপনের করে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাড়ি নির্মাণের চেষ্টা করায়
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর অনুযায়ী অপরাধীকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।সরকারি ভুমি দখল করে জোর পূর্বক স্থাপনা নির্মাণ করার সময় ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযানের সময় অপরাধীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সরকারি স্বার্থ রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না বলে জানান সহকারী কমিশনার ভুমি।ফেনীসহ বাংলাদেশে সরকারি সম্পওি উদ্ধার,মাটিখেকো সহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।এছাড়াও ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে।সরকারি সম্পওি মাদক মাটিখেকো সহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে ফেনী জেলা প্রশাসন কে সহযোগিতা করতে আহবান জানান ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।