সারাদেশ

কচুয়ায় ডাকাতি ঘটনার সাথে জড়িত ৩ ডাকাত গ্রেফতার

উজ্জ্বল কুমার দাস বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত চালিতাখালী এলাকার ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ২ জন কচুয়ার পার্শ্ববর্তী পিরোজপুর জেলার চালিতাখালী এলাকার সেকেন্দার মোল্লার ছেলে কামাল মোল্লা (৩০) ও সোহেল মোল্লা (২৮) বাকি অপরজন একই এলাকার আফজাল শিকদার এর ছেলে এনায়েত সিকদার (৪৩)। এনায়েত সিকদার এর নামে এর আগেও ডাকাতি, ধর্ষণ, চুরি, মারামারি, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে।
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের সবুজ হাজরার বসত ঘর থেকে ২৭ ভরি স্বর্ন, ৩ ভরি রুপা, ২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ নগদ ৪৭ হাজার টাকা ডাকাতির ঘটনায় গত ২৬ শে মার্চ কচুয়া থানায় মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৪ হাজার ৭ শত টাকা ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তারা উভয়ে ডাকাতির সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন। আটক ব্যক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,