সারাদেশ

খাদ্য পরিদর্শককে  হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠানোর হুমকি বিএনপির সভাপতি ও তার ভাইয়ের

মো.জায়েদ হোসেন,দশমিনা উপজেলা প্রতিনিধি
পটয়াখালী দশমিনা উপজেলা খাদ্য পরিদর্শককে গোডাউনের বাহিরে বের হলে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিএনপির এক ইউনিয়ন সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে।
গত শনিবার(১৫ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন ও তার ভাই মোঃ সহিদ এ হুমকি দিয়ে থাকেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খাদ্য পরিদর্শক(এল এস ডি) পদে কর্মরত আছেন মোহাম্মাদ আবু ইউসুব আলী। যোগদান করার পর থেকে ওই সভাপতি বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির গল্প নিয়ে তার কাছে হাজির হন। ওই গোডাউনের লেবার সরদারির জন্য বিভিন্ন সময় খাদ্য পরিদর্শককে  টাকার অফার দিয়ে ব্যর্থ হলে তাকে জীবন নাশের হুমকি সহ কারনে অকারনে বিরক্ত করে। ওই ঘটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানালে প্রাথমিক সমাধা করলেও শনিবার গোডাউনে জেলে চাল বিতরণের সময় জাকির হোসেন ৫-৬ জন লোক নিয়ে গোডাউনের ভিতরে অবস্থন করে ভিডিও ধারন করে । গোডাউনের লেভারদের চাল নামাতে সমস্যা হলে তাকে বললে লেবারদের সাথে অসৌজন্যমূলক আচরন করে। খাদ্য পরিদর্শক গোডাউন থেকে নেমে অফিসে গিয়ে বসতে বললে জাকির , সহিদুল সহ ৫-৬ জন তাকে অকথ্য ভাষায় গাল মন্দ করে এবং জাকির বলেন গোডাউন থেকে বের হলে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠিয়ে দিবো বলে হুমকি দেয়।
০৪নং দশমিনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান আজ শনিবার গোডাউনের সামনে দশমিনা ইউনিয়নের জেলেদের চাল বিতরণ করা হয়।  জাকির কয়েকজন লোক নিয়ে গোডাউনের মধ্যে অবস্থান করেন। খাদ্য পরিদর্শক বের হয়ে অফিসে বসতে বললে বাকবতন্ডা পরে হাত-পা ভাঙ্গার হুমকি দেয়।
গোডাউনের লেবার সরদার মোঃ কবির  জানান গোডাউনের মধ্য থেকে চাল নামানোর সময় জাকির সহ ৫-৬ জন লোক গোডাউনের মধ্যে অবস্থান করে পায়চারি করে। লেভারদের চাল নামাতে সমস্য হলে আমরা খাদ্য পরিদর্শক স্যার কে বলি। জাকিরকে অফিসে গিয়ে বসাতে বললে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠাবে বলে হুমকি দেয়।
উপজেলা খাদ্য পরিদর্শক(এল এস ডি)  বলেন, আজ শনিবার সকাল থেকে দশমিনা ইউনিয়নের জেলেদের চাল বিতরণ ছিলো। প্রায় অনেক লোকের সমাগম ছিলো জাকির সহ ৫-৬ জন কোন কথা না বলে গোডাউনের মধ্যে প্রবেশ করে ভিডিও করে। আমি ভিডিওর বিষয় বললে এখানে কি হয় তা ভিডিও করছি এই কথা বলে। আমি অফিসে গিয়ে বসতে বললে আমাকে গালমন্দ করে এবং বলে গোডাউনের বাহিরে গেলে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠিয়ে দিবো। এর আগের গোডাউনে এসে একাধিকবার আমাকে নানা ভাবে হেনস্ত করেছে। আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকে জানিয়েছি। আমার জীবন এখোন হুমকির মুখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ঘটনার বিষয় জানিয়েছি। তিনি আরো বলেন কেহ গোডাউনে তাকে দেখলে পরিচয় দেয়  আমি গোডাউনে মাস্টাররোলে চাকরি করি। সে গোডাউনের সংশ্লিস্ট কেহ না।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন আমি গোডাউনে গিয়াছি সত্য ওখানে চাল বিতরণে অনিয়ম হয় তা দেখেতে। খাদ্য পরিদর্শককে কোন হুমকি দেইনি । এটা তার সাজানো কথা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু  জানান আমাকে উপজেলা খাদ্য পরিদর্শক(এলএসডি) ঘটনার বিষয় জানিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা হাসান  জানান উপজেলা খাদ্য পরিদর্শককে হুমকির বিষয় অবহিত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং