তারাগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

জুয়েল ইসলাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে অপসারণ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডেইরি এন্ড ফেটেনিং ফার্মার্স এসোসিয়েশন ও পিজি গ্রুপ এবং খামারিদের আয়োজনে মঙ্গলবার সকাল অনুমান ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন এমদাদুল হক, সিরাজুল ইসলাম, মশিয়ার রহমান, সাইফুল ইসলাম, মোরছালিন হক, জিকরুল ইসলামসহ প্রমুখ। খামারি ও পিজি গ্রুপের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বেআইনি ভাবে সরকারি গাছ কাটা ও পিজি গ্রুপের সদস্যদের নাস্তার টাকা আত্মসাৎ, খামারিদের সাথে অসদাচরণ এর অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম ইফতেখারুল ইসলামকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আরো জোরদার কর্মসূচি ডাক দেয়ার হুশিয়ারী দেয় খামারি ও পিজি গ্রুপের সদস্যরা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।