সারাদেশ

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নি সংযোগ ও ভাংচুরের মামলায় আউয়াল শেখ নামের এক আ’লীগ নেতাকে গতরাতে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
আউয়াল শেখ (৪৩) উপজেলার নসরতপুর ইউপি’র আ’লীগের সহ-সভাপতি ও শাওইল বাজার এলাকার মৃত ওসমান গণি শেখের ছেলে। আজ শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, আদমদীঘিতে গণঅভ্যুত্থানের পর গত ১৯ ও ২৫ আগস্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ প্রায় ৫ শতাধিক আ’লীগের নেতাকর্মীদের আসামী করা হয়। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন আ’লীগের অনেক  নেতাকর্মী। নিজ এলাকায় আত্মগোপনে আছে  নসরতপুর ইউপি আ’লীগের সহ-সভাপতি আউয়াল শেখ এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে গ্রেপ্তারকৃত আউয়াল শেখকে আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং